Momena-Nazrul Physiotherapy > About Us
About Us
আমাদের সম্পর্কে জানুন
ফিজিওথেরাপীতে আমরাই মানসম্মত বেসিক ফিজিওথেরাপী দিয়ে থাকি
মোমেনা-নজরুল ফিজিওথেয়াপী সেন্টারের ঠিকানা প্রথমে ছিল গাইবান্ধা শহরের মোমিন পাড়ায়,আমাদের সেন্টারের প্রথম উদ্ভোদন হয় ২০১৪ সালে যতটুকু মনে পড়ে। সেখানে আমরা আমাদের কার্যক্রম চালাই এক থেকে দু বছর, এর পর আমাদের সেন্টারটি শিফট করা হয় সদর হাসপাতাল রোডে। রোগীদের সুবিধার্তেই তা করা হয়।মূলত ফিজিওথেরাপী’র কিছু ম্যাল প্রাক্টিস চলতেছিল আমাদের শহরে, এখন ও চলছে, ঠিক এসবের বিরুদ্ধে কিছু বলা যায় না সেক্ষেত্রে নিজে একটা সঠিক সেবা প্রতিষ্ঠান করা জরুরী হয়ে পড়ে।শুধু এক্সারসাইজ বা মেশিন ব্যবহার করাটাই ফিজিওথেরাপি ভাবে আমাদের মানুষেরা।এই ধারাণাটাই আমাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে বাধা হয়ে দাড়িয়েছে।আমি চিন্তা করলাম প্রত্যেক রোগিদের কে আসলে কাউন্সেলিং করতে হবে, ঠিক ভাবে বুঝাতে হবে ফিজিওথেরাপির মূল বিষয়টা কি? আরেকটি বিষয় হলো এই সেবাটি হচ্ছে একটু প্রাত্যহিক নেয়ার বিষয় , যেটা রোগীদের বুঝানোই যায় না। আমাদের সম্মানিত কনসাল্ট্যান্ট বৃন্দ যখন ফিজিওথেরাপি রেফার্ড করেন তখন রোগী এসে বলে থেরাপী কত করে! আসলে এই সব মিথ গুলো দূর করাই আমার লক্ষ্য। প্রকৃত বিষয় হলো ফিজিওথেরাপি হলো একটি ব্যাপক বোঝার বিষয় আর তা হলো এক সেশনে সম্ভব নয় , এবং এই সম্পর্কিত রোগী গণ যদি বুঝতে পারে যে এটি কি ,তবেই আমাদের পক্ষে তা চালিয়ে নিয়ে যাওয়া সুবিধা হয়। আমরা ঠিক সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি, বেসিক ফিজিওথেরাপি সার্ভিস ই আমাদের মূল লক্ষ্য।
Libero id Ege
ফ্রী কনসালট্যাশন
রেফার্ড রোগীদের জন্য কনসালট্যাশন ফি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই,আপনাদের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এর সাথে কথা বলতে ফি দিতে হবে না।
মান সম্মত উপকরণ
এখানকার ফিজিওথেরাপী ইকুইপমেন্ট গুলো মান সম্মত এবং মূলত এগুলোই ফিজিওথেরাপি ম্যাটেরিয়াল।